ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসান জয়। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান জয় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একলাছ উদ্দিন নামে এক শিক্ষক।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আউলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী সদর উপজেলার বিন্নাটি আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

সে স্থানীয় আব্দুল গণি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়তে যায় মেহেদী। এ সময় আগের দিনের ঝগড়ার জের ধরে একই স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীসহ কয়েকজন বহিরাগত স্কুল মাঠে তাকে ছুরিকাঘাত করে। মেহেদীকে রক্ষা করতে এগিয়ে এলে শিক্ষক একলাছ উদ্দিনকেও আহত করে তারা। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মেহেদীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় তারেক নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।