ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যে কোনো মূল্যে জননিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
যে কোনো মূল্যে জননিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যে কোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আসাদুজ্জামান খাঁন কামাল।

নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথের পরদিন মঙ্গলবার (০৮ জানুয়ারি) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের ধারা চলছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সেটা হারিয়ে যাবে।

তাই যে কোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।

পড়ুন>>প্রথমবার একসঙ্গে বাসযাত্রায় মন্ত্রিসভার সদস্যরা 

মাদকমুক্ত সমাজ গঠনের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে কামাল বলেন, এটা আমাদের চলমান প্রক্রিয়া। জঙ্গি, সন্ত্রাস দমন ও মাদককে আমরা জিরো টলারেন্সের কথা বলেছিলাম। আমরা সবগুলোই কিছুটা কন্ট্রোল করেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, আশা করি আমরা সামনের দিনগুলোতে মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে আওয়ামী লীগের নৌকার টিকিটে জয়ের পর আবারো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল।

দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে বিএনপির আন্দোলন বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তারা একটি রাজনৈতিক দল। তাই তারা রাজনীতি থাকতে পারে। তবে নাশকতা ও অগ্নিসংযোগ এদেশের মানুষ পছন্দ করে না। এর আগেও তারা এ ধরনের আন্দোলন করে ব্যর্থ হয়েছে।

‘জনসম্পৃক্ত নয়, এমন আন্দোলন যদি বিএনপি করে তাহলে তারা আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে,’ যোগ করেন আসাদুজ্জামান।  
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।