মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেওয়ার পর দুপুরে বাস ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলম আলোচনায় বসার আহ্বান জানালে শ্রমিকরা এসব কথা জানান।
১০ মাসের বকেয়া বেতন পরিশোধসহ নানাবিধ দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ করে আসছে ডিপোর চালক, কন্ডাকটর, মেকানিকসহ বিভিন্ন বিভাগের শ্রমিকেরা।
এসময় শ্রমিকদের উদ্দেশ্যে নূরে আলম বলেন, প্রধান কার্যালয় থেকে চেয়ারম্যানের পক্ষে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের সঙ্গে আলোচনার জন্য এসেছেন। আপনারা ১০ জন আলোচনার জন্য আসুন। আলোচনা করে সব সমস্যার সমাধান করা যায়।
কিন্তু শ্রমিকেরা আলোচনার জন্য অস্বীকৃতি জানালে তিনি বলেন, আপনারা একঘণ্টার মধ্যে আলোচনায় না বসলে সরকারের পক্ষ থেকে ‘হার্ড লাইনে’ যাওয়ার নির্দেশনা রয়েছে।
তবে, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দফায় দফায় আলোচনার পরেও বেতন না পাওয়ায় হতাশ তারা।
বিআরটিসির চালক মোহাম্মদ মিজান বাংলানিউজকে বলেন, আমরা অনেকবার আলোচনা করেছি। চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা বরাবর কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিনিময়ে সব সময় আমরা শুধু আশ্বাস পেয়েছি। সর্বশেষ গত জুলাইতে চেয়ারম্যান স্যার আমাদের বলেছিলেন ডিসেম্বরের মধ্যে প্রথম পরিশোধ করা হবে। কিন্তু এখনও তা হয়নি। তাই আলোচনায় আমাদের বিশ্বাস নেই।
এদিকে শ্রমিকেরা আলোচনায় না বসলে কী ‘হার্ড লাইন’ নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে নূরে আলম বলেন, বিষয়ে আমি কিছু জানি না। সরকারের যা ভালো মনে হয় তাই করবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসএইচএস/ওএইচ/