মঙ্গলবার (৮ জানুয়ারি) নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় শুধু পাথর কোয়ারির মালিককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তাজুল ইসলাম।
সোমবার (৭ জানুয়ারি) বিকেলে জেলার কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় চিকাডহর গ্রামের রহিমদের কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হন দুই শ্রমিক।
তারা হলেন- সুনামগঞ্জ সদরের হোসেনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (৩০) ও একই উপজেলার টুকেরগাঁওয়ের ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (২৫)। তাদের মধ্যে সোমবার দিনগত গত রাতে সেলিমের ও মঙ্গলবার সকালে নুরুলের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এনইউ/আরবি/