মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় কোয়ারি মালিকদের ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫শ’ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) বিকেলে ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় অভিযান চালাতে গেলে পাথর শ্রমিকরা টাস্কফোর্সের ওপর হামলা করে। হামলায় বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮/১৫ জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ২৩ রাউন্ড গুলি ও পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এনইউ/আরবি/