ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানছড়িতে ইউপি চেয়ারম্যানকে দুর্বৃত্তদের গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
পানছড়িতে ইউপি চেয়ারম্যানকে দুর্বৃত্তদের গুলি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে নাজির হোসেন (৩৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত নাজির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

 

এ ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।
 
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তিকে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
 
আহত নাজির হোসেনের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া বলেন, এ ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফ জড়িত। তাদের সঙ্গে বেশ কয়েকজন বাঙালিও জড়িত থাকতে পারে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর হামলার কথা বলে আসছিল। আজ আমার ভাইয়ের উপর হামলা করলো।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।