ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়েকে বাঁচাতে গিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে বাবার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
মেয়েকে বাঁচাতে গিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে বাবার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মেয়েকে বাঁচাতে গিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে বাবার মৃত্যু হয়েছে। এসময় মেয়ে ফারজানা বেগম আহত হয়েছেন।

মঙ্গলবার( ৮ জানুয়ারি) রাতে নিহত ফয়জার রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফারজানা বগুড়া নার্সিং কলেজের শেষ বর্ষের ছাত্রী।

 

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম বাংলানিউজকে জানান, সুন্দরগঞ্জের পশ্চিম সোনারায় গ্রামের ফয়জারের রহমানের মেয়ে ফারজানা পরিবারের সদস্যদের না জানিয়ে একই উপজেলার মনমথ গ্রামের আহসান হাবীবকে এক মাস আগে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ফয়জার বগুড়া থেকে তার মেয়ে ফারজানাকে নিয়ে সুন্দরগঞ্জে নিজ গ্রামে ফিরছিলেন। দুপুরে তাদের বহনকারী গাড়িটি সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুবর্ণদহ এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ি থেকে ফারজানা হঠাৎ করে পড়ে যান। এসময় তার বাবা ফয়জার মেয়েকে বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে মাথায় গুরুতর আঘাত পেলে ফয়জারকে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।