ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাড়াটিয়া সেজে স্বর্ণালংকার লুট, অচেতন বৃদ্ধ দম্পতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
ভাড়াটিয়া সেজে স্বর্ণালংকার লুট, অচেতন বৃদ্ধ দম্পতি

ঢাকা: ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে বৃদ্ধ এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকার লুট করেছেন অজ্ঞানপার্টির কয়েকজন নারী সদস্য।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতিটোলা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন এটিএম সোলাইমান (৭০) ও তার স্ত্রী নাজমা বেগম (৫৫)।

ওই দম্পতির মেয়ের জামাই তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, করাতিটোলায় নিজেদের পাঁচতলা বাসায় থাকেন তার শ্বশুর-শাশুড়ি। তার শ্বশুর আস্তে আস্তে আমাদের জানান সকালে তিনজন নারী বাসা ভাড়ার কথা বলে তাদের বাসায় আসেন। পরে তাদের নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে শাশুড়ির পরনের সব গহনা নিয়ে যায়। এতটুকু বলার পরে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে বাসা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, অচেতন অবস্থায় বৃদ্ধ দম্পতিকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, এ ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।