ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
কুষ্টিয়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড ছবি : প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে মাদক সেবনরত অবস্থায় উপজেলার মশান বাজার থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের মৃত খোকন প্রামাণিকের ছেলে আব্দুল হালিম প্রামাণিক (৪২), একই এলাকার মৃত আমির মুন্সির ছেলে আশা মুন্সি (২৫), কুদ্দুস শাহ’র ছেলে রনি শাহ (৩০) ও বলিদাপাড়া গ্রামের মঞ্জিলের ছেলে বাবু (৩০)।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ টেবিলের ২১ ধারায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।