ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় ওষুধ বিক্রেতার মরদেহ উদ্ধার, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
নেত্রকোণায় ওষুধ বিক্রেতার মরদেহ উদ্ধার, আটক ৫ মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণা সদরের সিংহের বাংলা ইউনিয়ন থেকে মো. হাদিছ মিয়া (৪৮) নামে এক ওষুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের দীঘলা চাতালকোণা বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

হাদিছ একই গ্রামের মৃত মো. আব্দুল আলীর ছেলে।

তিনি দীঘলা চাতালকোণা বাজারে ওষুধ বিক্রি করতেন।

নিহতের ছেলে অটোরিকশা চালক মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তার বাবা প্রায় রাতেই দোকানে ঘুমাতেন। সেক্ষেত্রে তিনি রাত জেগে বাজারে টিভি দেখতেন। শুক্রবার দিনগত রাতেও গ্রামের প্রতিবেশী শামছু, মজিদ, রুবেল, বাচ্চু ও লালনকে নিয়ে একসঙ্গে বসে টিভি দেখেন।

পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাজারের অটোরিকশা চার্জ দেয়ার একটি দোকান ঘরের পেছনে ফসলের জমিতে তার বাবার মরদেহ পরে থাকতে দেখা যায়।

খবর পেয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ওই কর্মকর্তারা বাংলানিউজকে জানান, নিহতের ছেলের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দ্রুত সময়ে হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।