বুধবার (২৩ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের এক হ্যান্ডনোটে এ কথা জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রসচিব এম শহীদুল হক মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইউএসএইডের প্রশাসক মার্ক গ্রিন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেলের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার হিসেবে— সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুপক্ষীয় সম্পর্ক গড়ার বিষয়েও জোর দেন তিনি।
শহীদুল হক যুক্তরাষ্ট্রের কাছে উত্তর রাখাইনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে মিয়ানমারকেই অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করেন পররাষ্ট্র সচিব।
এ সময় বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নীতির প্রতি সন্তোষ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
টিআর/এমজেএফ