মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) যুধিষ্ঠি বসুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) তার ভোরে বাড়ির পাশের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজৈর থানা সূত্রে জানা যায়, ভোরে বাড়ির কাছের এক পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।