বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাব-১৪ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইফতেখার উদ্দিন।
তখন তিনি বলেন, আটকরা টেলিগ্রাম, থ্রিমা ও ফেসবুকের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচয় গড়ে তুলেছিলেন।
তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী কমলাপুর রেলস্টেশনে এসে মিলিত হন তারা। এরপর ঢাকা থেকে ময়মনসিংহ আসার পর এখানে অবস্থান করে পরবর্তীতে বিদেশে যাওয়ার পরিকল্পনা করার সিদ্ধান্ত নেন জঙ্গিরা।
সে হিসেবে বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহের উদ্দেশে রওনা করেন তারা। বিদ্যাগঞ্জ রেলস্টেশনে নামার পর রাত ৮টা ১০ মিনিটের দিকে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন- সিয়াম আল মাহমুদ (১৯), নাসরিন আক্তার ওরফে যোয়াইরা (২১), শাহিন ইসলাম ওরফে মাহবুব (২২) ও সাখাওয়াত করিম (৩৬)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ইফতেখার উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিএ