ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেলে দুর্নীতি হলে তা ছাড় দেওয়া হবে না: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
রেলে দুর্নীতি হলে তা ছাড় দেওয়া হবে না: রেলমন্ত্রী

পঞ্চগড়: রেলপথ মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলে দুর্নীতি হয় এমন কোনো ঘটনা ঘটলে রেল বিভাগ কোনভাবে তা ছাড় দেবে না।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন তিনি।  

নুরুল ইসলাম সুজন বলেন, রেলপথ মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি দ্রুতগতির (হাইস্পিড) ট্রেনের প্রকল্পের কাজ শুরু করা হবে। ঢাকা ও উত্তরবঙ্গের মানুষের জন্য বাংলাবান্ধা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। বিএনপির আমলে জাতীয় সংসদের স্পিকার ছিলেন পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অথচ তখন বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের পাশাপাশি রেলের জন্য কিছু করতে পারেনি তিনি।

তিনি বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ শুরু করে বর্তমান আওয়ামী লীগ সরকার। ১৯৯৬ সালে পঞ্চগড়ের চা বাগানের বিপ্লব ঘটেছে। রেলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০১১ সালে রেল মন্ত্রণালয়কে আলাদা করেছেন। পঞ্চগড়-ঢাকা রেল চলার স্বপ্ন ছিল না, শুধু আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন করেছে। এখন এ রেল উত্তরের সীমান্ত উপজেলা বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত যাবে।
পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন
তিনি আরও বলেন, পঞ্চগড়ের জন্য একটি নতুন ট্রেন ও বগি দেওয়া হবে। পঞ্চগড় রেল স্টেশনের ওপার দিয়ে ফুটওভার ব্রিজের নির্মাণ করা বলে এবং নারী, শিশু ও বয়স্কদের সুবিধার্থে প্লাটফর্ম আরও বৃদ্ধি করা হবে। আপনারা আমাদের সমর্থন দিবেন, আমরা সোনার বাংলা গড়ে তুলব।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা, বিশ্বাস রাখার পাশাপশি সরকারের লক্ষ্য বাস্তবায়নের সবার সহযোগিতা চান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।  

পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শনকালে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দীন আহম্মেদ, মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান (উপ-সচিব), রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।