সোমবার (২৮ জানুয়ারি) বেলা দেড়টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সচিব বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজ পণ্য পরিবহনে অপারগ হলে অন্য জাহাজে পণ্য পরিবহন করা যাবে।
আইনের কোনো বিধি অমান্য করলে পাঁচ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সভাপতিত্ব করেন।
বৈঠকে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এছাড়া মন্ত্রিসভার এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আরএম/জেডএস