ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষায় আইন সংশোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষায় আইন সংশোধন মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি- পিআইডি

ঢাকা: রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষা দিতে আইন সংশোধন করেছে সরকার। এক্ষেত্রে আগের অধ্যাদেশে থাকা বৈদেশিক বাণিজ্যে ৪০ ভাগ দেশীয় পণ্য পরিবহনের বাধ্যবাধকতা ৫০ ভাগে উন্নীত করে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন, ২০১৯’  এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ জানুয়ারি) বেলা দেড়টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সচিব বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজ পণ্য পরিবহনে অপারগ হলে অন্য জাহাজে পণ্য পরিবহন করা যাবে।

দেশের জাহাজ শিল্পকে সুরক্ষা দিতে এ আইন করা হচ্ছে।

আইনের কোনো বিধি অমান্য করলে পাঁচ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সভাপতিত্ব করেন।

বৈঠকে  ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এছাড়া মন্ত্রিসভার এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।