সকাল ৭টায় শুরু হয় বিদ্যার দেবী সরস্বতী পূজা। চলবে সারাদিন।
রাজশাহী কলেজের হেমন্ত কুমারী ছাত্রাবাস, ভোলানাথ হিন্দু একাডেমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজে ধুমধামে পূজা অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে।
রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার বাংলানিউজকে জানান, এবার রাজশাহী মহানগরে তিন শতাধিক মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (স্পেশাল ব্রাঞ্চ) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সকাল থেকে আনন্দ উৎসবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসএস/আরবি/