ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পাটগ্রাম উপজেলার বাউরা মেছেরঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী এবং সদর উপজেলার মোস্তফি বাজার এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিকেলে খোরশেদ আলম (৩৮) ও আরিফ হোসেন (৪০) মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে বুড়িমারী স্থলবন্দর থেকে বাড়ি ফিরছিলেন।

পথে বাউরা মেছেরঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিঁটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের বাড়ি লালমনিরহাট পৌরসভার গোশালা বাজার এলাকায়।

অপরদিকে, সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজার এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞতপরিজয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।  

বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন সদর থানা ওসি রায়হান আলী।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।