সোমবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ আগস্ট বরিশালের কোতোয়ালি মডেল থানায় ঢাকা ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একই ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক হাওলাদার।
পরে তদন্ত শেষে গত বছরের ৩০ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক এ বি এম সবুর মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তদন্ত কর্মকর্তা ব্যাংকের দুই কর্মকর্তার সঙ্গে সাবেক কাউন্সিলর জসিমকে অভিযুক্ত করা হয়। পরে জসিম উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উচ্চ আদালত তাকে চার সপ্তাহের জামিন দিয়ে মেয়াদ শেষে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেন। তার জামিনের মেয়াদ শেষ হলে তিনি বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এমএস/আরআইএস/