ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৩ .

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার দৌলতপুর ও পুটখালী বিওপির টহল দল পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের আদম আলীর ছেলে নুরউদ্দীন (২৫), গাতিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আমজেদ সোহেল রানা (২৬) ও  বেনাপোলের কাগমারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আরমান হোসেন (২৭)।

 

বিজিবি জানায়, ভারত থেকে সীমান্ত পথে মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া বিজিবি সদস্যরা আরও একটি অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় পাচারকারীদের আটক করা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়ম: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।