স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা শতাধিক ফাঁকা গুলিবর্ষণ করে।
তবে, বিজিপির গুলিবর্ষণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর বাংলানিউজকে জানান, ভোরে গুলি বর্ষণের ঘটনার পর থেকে টহল জোরদার করেছে বিজিবি। তবে সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
২০১৭ সালের আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর জাতিগত হামলা ও নির্যাতন চালায়। ওই সময় থেকে দফায় দফায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসআই