ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
সিলেটে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার ছিনতাইকারী চক্রের সদস্য নাবিল রাজা চৌধুরী। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ৩৩ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী নাবিল রাজা চৌধুরীসহ এই চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) নগরের খাসদবির বন্দন এফ-৭ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।
 
আটক নাবিল রাজা চৌধুরী জালালাবাদ আ/এ নুরারী ৪২ বাসার ফরহাদ রেজা চৌধুরীর ছেলে।

আটক অন্যরা হলেন- খাসদবির এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফাহিম আহমদ, আব্দুর রহমানের ছেলে জামিল বক্স, মোক্তার মিয়ার ছেলে ইশতিয়াক আহমেদ, মৃত আলাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও আক্তার আলীর ছেলে খায়রুল আলম।
 
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, নাবিল রাজার বিরুদ্ধে বিস্ফোরক, খুন, অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইর ঘটনায় ৩৩টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগীদের বিরুদ্ধেও ৪/৫টি করে মামলা রয়েছে।
 
তিনি বলেন, সিলেট এয়ারপোর্ট এলাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতো এই চক্রটি। তাদের অধীনে আরো বেশ কয়েকটি গ্রুপ ছিনতাইয়ের ঘটনায় জড়িত। গ্রেফতারদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।