মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মোল্লারহাট ও জাজিরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে মোল্লা ব্রিকস অ্যান্ড কোং ইটভাটাকে নগদ ১১ লাখ টাকা, মেসার্স এমএইচএস অ্যান্ড কোং ইটভাটাকে ১১ লাখ টাকা এবং জাজিরা এলাকার নিউ ব্রিকস ম্যানুফ্যাকচার নামক ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। এসময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হাসান, সহকারী পরিচালক মিহির লাল সরকার ও মো. শরীফুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ বলেন, আমরা তিনটি ইটভাটা মালিককে জরিমানা করেছি। কোনো অবৈধ ইটভাটা মালিককে ছাড় দেয়া হবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
আরএ