ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাভবনের বটতলায় সমগীতের বসন্ত উৎসবের আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
কলাভবনের বটতলায় সমগীতের বসন্ত উৎসবের আয়োজন সমগীতের বসন্ত উৎসবের আমন্ত্রণপত্র

প্রাণে প্রাণ মেলাবার আকুতি নিয়ে ‘বিবর্ণ প্রাণে এসো বসন্ত আবার’ স্লোগানে প্রতি বছরের মতো এবারো সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ বসন্তকে স্বাগত জানাতে উৎসবের আয়োজন করেছে।

প্রকৃতি তার অসীম ক্ষমতা দিয়ে সমস্ত জড়তাকে দূর করে, সব হতাশার পাথর সরিয়ে নতুন প্রাণের সঞ্চার করে। সমগীত চায় এই প্রাণ ছড়িয়ে পড়ুক সর্বত্র, হাতে হাত রেখে—গলা ছেড়ে গেয়ে উঠুক সকলে বাধ ভাঙা প্রাণের গান।

বুধবার পহেলা ফাল্গুন, ১৪২৫ সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ঢাকা শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় সকাল ০৯টায় বসন্ত উৎসবের এ আয়োজন শুরু হবে।

এবারের বসন্ত উৎসবে অংশগ্রহণকারী দলগুলো হলো—

বেহালা:
শিউলি ভট্টাচার্যী, নৃত্যে তা থৈয়া, পিংকি চিরান ও সুস্মিতা রেমা গান।

গান:
শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি, সায়ান, গানের দল লীলা, সহজিয়া, পথের দল, আরমিন মুসার কয়ার গ্রুপ ঘাস ফড়িং, সমগীত ঢাকা ও নারায়ণগঞ্জ।

সবশেষে থাকবে সমগীত গানের দলের পরিবেশনা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।