মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিনোদপুর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিনেদপুর বাজারের চৌরাস্তা মোড়সহ আশপাশের প্রায় ১২০টি দোকানঘর, মার্কেটসহ অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।
মোহাম্মাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসিফুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, উপজেলার বিনোদপুর বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অন্যের দখলে থাকা সরকারি জমি দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে মোহাম্মাদপুর জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বিনোদপুর বাজারের চৌরাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে বাজারের প্রায় ৫০ শতাংশ জমি অবৈধ দখলমুক্ত করা হলো। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
আরএ