ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে শিক্ষার্থীকে বেত্রাঘাত, শিক্ষক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
না’গঞ্জে শিক্ষার্থীকে বেত্রাঘাত, শিক্ষক বহিষ্কার

নারায়ণগঞ্জ: সরকারি নির্দেশনা উপেক্ষা করে নারায়ণগঞ্জ ফতুল্লায় জুবায়ের হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগে জিকরুল্লাহ নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

জুবায়ের হোসেন ফতুল্লার মাসদাইরে হিফযুল কোরআন ক্যাডেট একাডেমি নামের একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় ওই শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

মাদ্রাসার পরিচালক মো. ফরহাদ বাংলানিউজকে জানান, উচ্চ আদালতের নির্দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বেতের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু শিক্ষক জিকরুল্লাহ সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থী জুবায়ের হোসেনকে বেত্রাঘাত করেছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার আমরা অভিযুক্ত শিক্ষক ও নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে নিয়ে বসেছিলাম। ওই ঘটনার জন্য ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।