ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ঝালকাঠিতে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে অস্ত্র মামলায় মো. হারুন (৪০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল তৃতীয় আদালতের বিচারত মো. সাইফুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হারুন নলছিটি উপজেলার ভরতকাঠী গ্রামের মোসলেম মীরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামে হারুন মীরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।  

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. শামছুল আলম বাদী হয়ে নলছিটি থানায় অস্ত্র মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।