মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফখরুদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
রাত সাড়ে ৮টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লাহ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকাগুলোতে নারী চোরদের ব্যবহার করে স্বর্ণের চেইনগুলো ছিনতাই করিয়ে ধরমন্ডল বাজারে একটি স্বর্ণের দোকানে রাখা হতো। পরে সেগুলো একত্রে বিক্রির জন্য পাচার করা করেন তারা। খবর পেয়ে ২১টি স্বর্ণের চেইনসহ ফখরউদ্দিনকে আটক করে পুলিশ। সবগুলো মিলিয়ে ১০ ভরি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ফখরউদ্দিনকে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও মূলহোতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এসপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এএটি