ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ইটভাটায় শিশুশ্রমের অভিযোগে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
কুমিল্লায় ইটভাটায় শিশুশ্রমের অভিযোগে লাখ টাকা জরিমানা

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার দু’টি ইটভাটায় শিশুশ্রমের অভিযোগে মালিক পক্ষকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দু’টি ইটভাটার দু’টি ট্রাকের চালককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ট্রাক দু’টি জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি)সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ও ইমদাদুল হক তালুকদার।

শিশুশ্রমের অভিযোগে জিহান সিএনজিচালিত অটোরিকশা ও এমআর ব্রিক্‌স কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।