মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আলমের বাড়ি মিয়ানমারের মংডুর রাইম্ম্যাবিল এলাকায় বলে জানা গেছে।
নিহতের স্ত্রী রোজিনা আক্তার জানান, দুইদিন আগে তার স্বামী আলমসহ উখিয়ায় এক আত্মীয়ের বাড়িতে আসেন তিনি। উখিয়া এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে আলম আর বাড়ি ফিরেননি। পরে মঙ্গলবার বিকেলে তার মরদেহ পাওয়া যায়।
রোজিনার অভিযোগ, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসবি/এএটি