দণ্ডপ্রাপ্ত আল-আমিন মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ওই রায় দেন।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত রয়েছে আল-আমিন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাশড়া এলাকার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
কেএসএইচ/ওএইচ/