ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডা. শাহাদাত হোসেন খুলনা মহানগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ও ডা. মোয়াজ্জেম হোসেন কিওর হোম জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন।



ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল ইসলাম  বাংলানিউজকে জানান, খুলনাগামী গড়াই পরিবহন ও যশোরের নওয়াপাড়াগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে দুই চিকিৎসক ও প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।  যাত্রীবাহী বাসের নম্বর রাজশাহী মেট্রো ব ১১-০০৩৮ ও প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো গ ১৩-৬৮৭০।  

বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মনিরুল।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।