ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে নব দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সাভারে নব দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোরা এলাকা থেকে এক নব দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তেঁতুলঝোরার হরিণ ধরা এলাকার নজরুলের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী (১৯) সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সালাল গ্রামের গোলাম মওলার ছেলে।

তার স্ত্রী রুমি (১৮) একই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। রুমি হরিনধরা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। চারদিন আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল সাহা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ওই দম্পতির মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।