ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে অস্ত্র-গুলিসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বড়াইগ্রামে অস্ত্র-গুলিসহ আটক ৩  প্রতীকী ছবি

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ওয়ান শুটারগান, গুলি ও মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার লক্ষ্মীকোল নন্দীপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।  

আটকরা তিনজন হলেন- ওই বাড়ির মালিক লক্ষ্মীকোল নন্দীপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মশিউর রহমান বাচ্চু ওরফে ছোট বাচ্চু (৩৭), গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের জামাল প্রামাণিকের ছেলে শাকিল আহমেদ (২৫) ও বড়াইগ্রাম উপজেলার তারানগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন ওরফে বিপ্লব (৩০)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও মাদক সেবনের দুইটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।