সোমবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম শিমুল আইনমন্ত্রীকে করা এক লিখিত প্রশ্ন উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানকে প্রশ্নটি উপস্থাপন করতে বলেন স্পিকার।
এ বিষয়ে শেখ সেলিম বলেন, সদস্যরা সংসদে প্রশ্ন করে চলে যান। যারা প্রশ্ন করেন উত্তরের সময় তারা থাকেন না। সংসদে প্রশ্ন করে উপস্থিত না থাকা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন করে সংসদে উপস্থিত থাকা উচিত। আর যারা উপস্থিত আছেন তাদের প্রশ্নই নেওয়া উচিত।
এরপর বিরোধী দল জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা এবং আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত না থাকায় তাদের প্রশ্ন উপস্থাপন হয়নি। তারা উপস্থিত না থাকায় স্পিকার অন্য সদস্যের প্রশ্নে চলে যান।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসকে/এমজেএফ