ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৮ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
কুষ্টিয়ায় ৮ ইটভাটাকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে আটটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যুগিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

 

এসময় সংশ্লিষ্ট দফতর/বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, নির্ধারিত মাপের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত করে কারচুপির দায়ে যুগিয়া গ্রামের মাহবুব আলমের এমএস ব্রিকস, মহিদুল ইসলামের এমইবি ব্রিকস, শরিফুল ইসলামের কেএইস ব্রিকস, সাহাবুল আলমের সিক্স ব্রিকস, সিহাব উদ্দিনের এমবি সিক্স এবং এএসএস ব্রিকস, ইমাম আজাদের এমআইএইস ব্রিকস ও আশরাফুল ইসলামের কেআইবি ব্রিকসকে ৫০ হাজার করে মোট চার লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।