সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিনিধি দলটি সরেজমিন তদন্তে আসে। তাছাড়া সরকারের উচ্চ পর্যায়ের একটি দলও বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সাবেক সচিব বিচারপতি পদমর্যাদার নজরুল ইসলামসহ তিন সদস্যের প্রতিনিধি দল এসময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রায় ৫০ জনের প্রাথমিক সাক্ষাৎকার নেয়।
সরকারের উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহসিন চৌধুরী।
এসময় ওই গ্রামের শত শত লোক দু’টি তদন্ত কমিটির সদস্যদের যেসব স্থানে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে সেসব স্থান ঘুরিয়ে দেখান।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি হরিপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিজিবির গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা তদন্তের জন্য ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআই