ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাহুবলে ৪ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বাহুবলে ৪ ফার্মেসিকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার চার ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের গায়ে মূল্য লেখা না থাকা, যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করা এবং অবৈধ ওষুধ বিক্রির দায়ে জনকল্যাণ ফার্মেসিকে এক হাজার, জননী ফার্মেসিকে এক হাজার, যামেনি ফার্মেসিকে দুই হাজার ও জান্নাত ফার্মেসিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নানসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।