ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমান ছিনতাইচেষ্টা: সর্বদলীয় তদন্ত কমিটির দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বিমান ছিনতাইচেষ্টা: সর্বদলীয় তদন্ত কমিটির দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ বিমানের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট ছিনতাই চেষ্টার ঘটনায় সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজী।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি।

রুস্তম আলী ফরাজী বলেন, বাংলাদেশ বিমান আমাদের জাতীয় সম্পদ।

এই বিমান নিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে— পাখি ঢুকে পড়ে, চাকা খুলে যায়। এর আগে প্রধানমন্ত্রী বিমানে থাকা অবস্থায় দুর্ঘটনা হয়েছিলো। বিমানে ওঠার আগে চারটি ধাপে চেক হয়। সারা পৃথিবীতেই এই ধরনের চেক হয়। এরপরও কী করে অস্ত্র নিয়ে গেলো? তদন্ত কমিটি হয়েছে, তদন্ত করে আসল তথ্য বের হবে না। আসলে যারা দায়িত্বে ছিলেন তারা কী দায়িত্ব পালন করেছেন, এটা আমার প্রশ্ন।  

তিনি আরো বলেন, এই ঘটনাকে আমরা সহজভাবে নিতে পারি না। সাধারণভাবে তদন্ত করলে হবে না, বিশেষ তদন্ত কমিটি করে তদন্ত করতে হবে। সংসদ সদস্যদের এই টিমে সম্পৃক্ত করতে হবে। যেহেতু ছিনতাইকারী অস্ত্র নিয়ে গেছে, বিমানটি চট্টগ্রামে নামার সুযোগ ছিলো তা না হলে বিরাট দুর্ঘটনা ঘটে যেতো। সর্বদলীয় তদন্ত কমিটি করে সঠিকভাবে তদন্ত করতে হবে। প্রতিশ্রুতি দিতে হবে এই ধরনের ঘটনা আর ঘটবে না। কারণ, এর সঙ্গে আমাদের সম্মান, অর্থনীতি জড়িত আছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।