ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিটিপাড়ায় রাস্তা থেকে নির্যাতিত শিশু উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
টিটিপাড়ায় রাস্তা থেকে নির্যাতিত শিশু উদ্ধার

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানাধীন টিটিপাড়া থেকে হেনা (০৮) নামে নির্যাতিত একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনতাজ আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকাল ১১টার দিকে টিটিপাড়ার রাস্তা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

সে একটি বাসায় কাজ করতো বলে জানিয়েছে। তার চোখ এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে শিশুটি ওই বাসার ঠিকানা বলতে পারছে না।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে হেনা জানিয়েছে তার বাড়ি হবিগঞ্জ। বাবার নাম সালাম। কিছুদিন আগে সে একাই কিশোরগঞ্জ থেকে ট্রেনে করে কমলাপুর আসে। এরপর সেখান থেকে এক নারী শিশুটিকে তার বাসায় কাজ করাতে নিয়ে যান। এরপর বাসায় কাজ না করতে না পারলে ওই নারী শিশুটিকে মারধর করতো। সুযোগ পেয়ে শিশুটি সেখান থেকে পালিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।