আটক মামুনুর রশিদ মামুন। ছবি-বাংলানিউজ
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার দশমাইল বাজারে বাস ও ট্রাকের সংঘর্ঘে ১১ জন নিহত হওয়ার ঘটনায় বাসচালক মামুনুর রশিদ মামুনকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি পঞ্চগড় সদর উপজেলার বোদাপাড়া এলাকার দুলালের ছেলে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার থেকে তাকে আটক করা হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, গত ২৬ অক্টোবর রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল বাজারে ভাই-বোন এন্টারপ্রাইজ নামে একটি বাস ও বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি ট্রাকের সংঘর্ঘে ১১ জন নিহত হন।
এরপর থেকে পলাতক ছিলেন বাসচালক মামুন। ২৮ অক্টোবর এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে মামুন জগদল বাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।