ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় প্রেমিকের বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ফতুল্লায় প্রেমিকের বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে রুজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রুজিনা কেরানীগঞ্জের কোন্ডা এলাকার মৃত মমিন মিয়ার মেয়ে। সে একই এলাকার নিরব মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মতিন মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহতের স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, দুই মাস আগে রুজিনা দুই মেয়ে ও স্বামী রেখে সঞ্জয় নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যান। পরে তারা দাপা ইদ্রাকপুর এলাকার মতিন মিয়ার বাড়িতে ভাড়ায় ওঠেন। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। সঞ্জয় পলাতক রয়েছে। তার পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ