ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নলছিটিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
নলছিটিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবি : প্রতীকী

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আব্দুল রশিদ হাওলাদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেরনবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বৃদ্ধ আব্দুল রশিদ গ্রামের মৃত সেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বাংলানিউজকে ঘটনা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই জাহেদুল ইসলাম লাবু জানান, ভোরে বাড়ির পাশের মাঠে নিজের গরু বেঁধে রেখেছিলেন তিনি। সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি গরু আনতে মাঠে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ