মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বিকেল ৪টায় উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট থেকে এক হাজার ৪০০ মণ ধান নিয়ে ‘মা ফাতেমা’ নামে একটি ট্রলার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
ডুবে যাওয়া ধানের মালিক উপজেলার বাহেরচর বন্দর ব্যবসায়ী রুস্তুম আলী ফকির বাংলানিউজকে বলেন, ধানসহ ডুবে যাওয়া ট্রলারের হদিস পাওয়া যায়নি। প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি উদ্ধারের কাজ করা যাচ্ছে না। বুধবার উদ্ধার কাজ আবারও শুরু করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জিপি