ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, মার্চ ১৬, ২০১৯
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে কাটা পড়ে আকাশি খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে পৌড়াদহ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশি উপজেলার পোড়াদহ কালিনাথপুর আমিরুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আকাশি কুষ্টিয়া থেকে শাটল ট্রেনে পোড়াদহে স্টেশনে নামেন। ট্রেন থেকে নেমে আকাশি কানে হেডফোন দিয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা ট্রেনের ধাক্কায় আকাশি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।