ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্রেনের পাইল ছিঁড়ে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মার্চ ১৭, ২০১৯
রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্রেনের পাইল ছিঁড়ে ২ শ্রমিক নিহত

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফুর রহমান। তবে কখন তারা দুর্ঘটনার শিকার হয়েছেন তা তিনি জানাতে পারেননি।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদরের কালিনগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো. নাছির হোসেন (২৭) ও রামপাল উপজেলার রামপাল এলাকার ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান (৩২)।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।