ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেলায় রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, মার্চ ১৭, ২০১৯
মেলায় রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর রায়েরবাগে মেলায় বৈদ্যুতিক রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিথী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিথী রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও সৌদি প্রবাসী আবু সাঈদের মেয়ে।

 

নিহত বিথীর চাচাতো ভাই সুমন জানান, বিথীর মা বাড়িতে না থাকায় সকালে সে বাসার পাশে একটি মেলায় ঘুরতে যায়। সেখানে বৈদ্যুতিক নৌকার রাইডে চড়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয় বিথী। পরে স্থানীয়রা বিথীকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য বিথীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।