ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ঝালকাঠিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঝালকাঠি: ঝালকাঠিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহম্মেদ সালেকের বিরুদ্ধে একটি ব্যবসায়িক দোকান ও ঠিকাদারি অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরের কাপুড়িয়াপট্টির বাসিন্দা, ব্যবসায়ী মো. জালাল খান রাজু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল খান জানান, পৈত্রিকসূত্রে শহরের কাপুড়িয়াপট্টি সড়কে ৫৭৬ খতিয়ানের ৫৪৪ দাগের কিছু সম্পত্তির মালিক তিনি।

ওই জমিতে একটি কাপড়ের দোকান ও ঠিকাদারি অফিস রয়েছে তার। কাপড়েও দোকানটি ভাড়া দেয়া হলেও, ঠিকাদারী অফিসটি মেসার্স লাকি এন্টারপ্রাইজের কাজে ব্যবহার করতেন জালাল।

গত ২ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সালাহউদ্দিন আহম্মেদ সালেকসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকান ও অফিস দখল করে নেন। তাদের সঙ্গে বিএনপি নেতা জয়ন্ত কুমার সাহাও রয়েছেন বলে জানান এ ব্যবসায়ী।  সন্ত্রাসীরা তার দোকান এবং অফিসের সাটার ও দরজা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। নিরাপত্তার অভাবে সে সময় কোনো প্রতিরোধ করতে পারেননি বলে জানান জালাল।

জালাল আরও জানান, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র করা হচ্ছে। দোকান ও অফিস উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে দোকান ও অফিস দখলের অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহম্মেদ বলেন, ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। জমির খাজনা ও পানির বিল দিয়ে আসছি। বৈধ মালিকানা না থাকায় জালাল নিজেই জমি ছেড়ে চলে গেছেন। আমরা অন্য কারো জমি দখল করিনি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।