ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে টিসিবি পেঁয়াজ: প্রথমদিনে বিক্রি এক মে. টন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
দিনাজপুরে টিসিবি পেঁয়াজ: প্রথমদিনে বিক্রি এক মে. টন

দিনাজপুর: দেশের বিভিন্ন জেলার মতো দিনাজপুরেও টিসিবির উদ্যোগে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।  বিক্রির প্রথমদিনে প্রায় ১ মেট্রিক টন পেঁয়াজ বিক্রি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়।  

দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামসুজ্জামান কনকের নেতৃত্বে টিসিবির ডিলার কানাই লাল গুপ্ত এ পেঁয়াজ বিক্রি করেছেন।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালের নেতৃত্বে একদল পুলিশ আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করেন।  

সহকারী কমিশনার শামসুজ্জামান কনক জানান, সরকার ঘোষিত ৪৫ টাকা দরে জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। যাতে কোনো রকম অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। জেলা প্রশাসনের কাছে ৪ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। এর মধ্য থেকে মঙ্গলবার ১ মেট্রিক টন বিক্রি করা হয়েছে। আগামী কয়েকদিন পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।  

টিসিবির ডিলার কানাই লাল গুপ্ত জানান, প্রতিদিন ১ মেট্রিক টন পেঁয়াজ দিয়ে হাজার হাজার মানুষকে সামলানো সম্ভব না। যদি প্রতিদিন ২ মেট্রিক টন করে পেঁয়াজ আমাদের দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। পেঁয়াজ ছাড়া কেউ বাড়ি ফিরে যেতে না পারে সেই চেষ্টা আমরা করছি।  

এদিকে টিসিবির উদ্যোগে পেঁয়াজ বিক্রির খবরে সাধারণ মানুষকে ইনস্টিটিউট প্রাঙ্গণে ভিড় করতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।