মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাজিতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান এবং অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন।
সেসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আমির খসরুসহ জেলা পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে বাজিতপুর বাজারে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদ ও বিক্রয় করার অপরাধে স্টার মেডিক্যাল হলকে ২০ হাজার, নুসরাত মেডিক্যালকে পাঁচ হাজার, দাস ফার্মেসিকে দশ হাজার ও সেবা ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন বাংলানিউজকে জানান, পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ফজলু স্টোরকে ২০ হাজার, তপন সাহার হোটেলকে পাঁচ হাজার, হেলিমের দোকানকে পাঁচ হাজার, আল-মদিনা স্টোরকে এক হাজার ও সেলিম স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসআরএস