বুধবার (০৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াছমিন, পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী প্রমুখ।
জেলা প্রশাসকের নেতৃত্বে টিসিবির ডিলার কায়সার আহম্মেদ প্রধান (সজিব) এ পেঁয়াজ বিক্রি করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার ঘোষিত ৪৫ টাকা দরে জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ১ মেট্রিক টন পেঁয়াজ বিক্রি করা হবে। শুক্র-শনিবার বন্ধ রেখে সপ্তাহে ৫ দিন বিক্রি করা হবে এ পেঁয়জ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে।
এদিকে টিসিবির উদ্যোগে পেঁয়াজ বিক্রির খবরে জেলার সাধারণ মানুষকে অডিটোরিয়াম চত্বরে ভিড় করতে দেখা গেছে। যাতে কোনো রকম অনিয়ম না হয় সেদিকে খেয়াল রেখে এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
আরএ